
মশিয়ার রহমান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মশিয়ার রহমান (৫৫)। তিনি উপজেলার শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোপালঝাড় গ্রামের মফিজুল ইসলামের ছেলে। ৩ মেয়ে ও ১ ছেলের পিতা ছিলেন তিনি।
মৃতের পরিবার ও সূত্র জানা যায়, আজ সকালে প্রায় ১২টায় ভুট্টা ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে পাম্প মেশিন চালু করতে গেলে মশিয়ার রহমান বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।
পার্শ্ববর্তী ক্ষেতে কাজ করা কৃষকেরা পানি প্রবাহ ও মশিয়ারের কোনো সাড়া না পেয়ে এগিয়ে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ ইকবাল বলেন, 'তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।'জলঢাকা থানার ওসি ফিরোজ কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, মৃতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: