• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বর্তমান সরকার কে হীরক রাজার সঙ্গে তুলনা মির্জা আব্বাসের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৪৫ পিএম
মির্জা
বক্তব্য রাখছেন মির্জা আব্বাস

নিউজ ডেস্ক: বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারকে সত্যজিৎ রায়ে হীরক রাজার ছবির সঙ্গে তুলনা করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।  মঙ্গলবার খুলনা বিভাগের এক রোডমার্চ শুরুর প্রাক্কালে তিনি এ কথা বলেন 

মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশকে হীরক রাজার দেশে পরিনত করা হয়েছে। তিনি জনতার উদ্দেশে প্রশ্ন করে বলেন, হীরক রাজার প্রথম দিকটা ভালো হলেও সবশেষ কী ছিল? দঁড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই দঁড়ি ধরে টান মারার সময় এসে গেছে। আমরা উদ্বীপ্ত এবং সংগঠিত। আমরা দঁড়ি ধরে টান মারব, হীরক রাজা থাকবে না।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে-স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকারের জন্য। কিন্তু কারো রাজত্ব কায়েম করতে বাংলাদেশ স্বাধীন হয় নাই। কোনো রাজা-রানীর রাজত্ব কায়েম করতে নয়। হীরক রাজার রাজত্ব কায়েমের জন্য নয়।’

আব্বাস বলেন, ‘এই রোডমার্চ সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মোটর সাইকেলে করে এখানে এসেছি। মনে হচ্ছে, ঝিনাইদহে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, বিজয় উৎসব করছি। ঈদের আগের রাতের মতো চাঁদরাত পালন করছি। সারাদেশের মানুষ আজ উদ্বীপ্ত, আবেগতাড়িত, মনের বেদনায় অস্থির। একদিকে বিজয়ের আনন্দ, আরেক দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তার জন্য বেদনার্ত।’ 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image