• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডেঙ্গুর ভয়াবহতা, হাসপাতালের মেঝে-বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৫ এএম
ডেঙ্গুর ভয়াবহতা
হাসপাতালের মেঝে-বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা

নিউজ ডেস্ক : আশঙ্কাজনক হারে পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত জেলায় নতুন করে আরও ১৮৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটা চলতি বছরের এ জেলার সর্বোচ্চ রেকর্ড।

বুধবার (২৬ জুলাই) ১৭৪ রোগীর ডেঙ্গু শনাক্ত হয়।

ডেঙ্গু রোগীর চাপে তিল পরিমাণ ঠাঁই নেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের মেঝে-বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় শিশুসহ ৫৯ রোগী ভর্তি হয়েছেন। অন্যরা উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া জেলায় মোট আক্রান্ত ৭৮৫ জন।

পটুয়াখালীর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, পটুয়াখালী শহরে আগে মশা নিধনের জন্য স্প্রে করা হলেও তাতে কোনো কাজ হয় না। যে স্প্রে করে তাতে শুধু ধোঁয়া বেড় হয়; মশা মরে না।

পটুয়াখালী মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, দিন দিন আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা রোগীতের চিকিৎসা দিয়ে যাচ্ছি। অনেক বেশি রোগী আসছে আমাদের বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image