
নিউজ ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বঙ্গবন্ধুর মতো শিশু দরদি নেতা আর নেই। কিন্তু সেই বঙ্গবন্ধুকেই স্বাধীনতা বিরোধী ঘাতকরা নৃশংসভাবে হত্যা করে। ফলে দেশে শিশু ও নারীদের উন্নয়ন একেবারে স্থবির হয়ে যায়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নারী ও শিশুদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন, যা দেশে নারী ও শিশুর উন্নয়নে ভূমিকা রাখছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের নাগের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮ হাজার কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। যা মেয়ে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ এবং বাল্যবিয়ে বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারা পৃথিবীতে খুঁজেও দুই বা তিনটার বেশি দেশ পাওয়া যাবে না, যেখানে কিশোর-কিশোরী ক্লাব রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে কিশোর-কিশোরী ক্লাব থাকায় সারা বিশ্বের মানুষ বাংলাদেশের প্রশংসা করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: