• ঢাকা
  • মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় মামলা ছাত্রদের বিরুদ্ধে নয়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২৭ পিএম
গভীর রাতে হত্যাসহ মোট তিনটি অজ্ঞাতনামা মামলা করা হয়ে
তিনটি অজ্ঞাতনামা মামলা করা হয়ে

নিউজ ডেস্ক:     রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বুধবার গভীর রাতে হত্যাসহ মোট তিনটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। নিউমার্কেট থানায় তিনটি অজ্ঞাতনামা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান। বিশ্বস্ত সূত্রে জানা যায়, এখন পর্যন্ত দায়েরকৃত তিনটি মামলার সবগুলোতেই অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে করা হয়েছে, নির্দিষ্ট কোন ছাত্র বা কোন পক্ষকে আসামী করা হয় নি।

গত সোমবার মধ্যরাত থেকে নিউমার্কেট এলাকায় দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। রাতে সংঘর্ষ থামাতে গিয়ে অন্তত ২৫ পুলিশ সদস্য আহত হন। পরদিন গত মঙ্গলবার দিনভর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পথচারী নাহিদ হাসান নিহত হন। বুধবার ঢাকা কলেজের সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গতকাল রাতে নাহিদ হত্যায় তাঁর চাচা মো. সাঈদ বাদী হয়ে একটি মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে মামলা করেন। গতকাল সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরো একটি অজ্ঞাতনামা  মামলা করেন নিউমার্কেট থানার আরেক উপপরিদর্শক (এসআই) ইয়ামিন কবির।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image