• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বৃহস্পতিবার সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০৭ পিএম
বৃহস্পতিবার ছুটি ঘোষণা
মাধ্যমিক বিদ্যালয়

নিউজ ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার প্রচণ্ড গরমের কারণে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি)। মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দেশজুড়ে তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিচেনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে মাউশি। 

বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী পাঁচ থেকে ছয়দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। যে কারণে বৃহস্পতিবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তীব্র তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, দিনাজপুর, যশোর ও সৈয়দপুরের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image