• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কলসিন্দুরের আট সাফজয়ী পরিবার পেল ৫০ হাজার করে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২৬ পিএম
আট সাফজয়ী পরিবারকে
সাফজয়ী পরিবার পেল ৫০ হাজার টাকা

মো. নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: দেশের গর্ব সাফজয়ী ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের আট নারী ফুটবালারের পরিবারকে পুরস্কার হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা দিয়েছে জেলা প্রশাসন।

কলসিন্দুর গ্রামে বুধবার বিকেলে ফুটবলার সানজিদার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের হাতে নগদ টাকা তুলে দেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। পরে তিনি কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে ফুটবলার শামসুন্নাহার, মারিয়া মান্ডাসহ বাকি খেলোয়াড়দের বাবা-মা ও পরিবারের সদস্যদের হাতে নগদ ৫০ হাজার টাকা ও ফুলের তোড়া তুলে দেন। এসময় সবাইকে মিষ্টিমুখও করানো হয়।

এরপর কলসিন্দুর মাঠে অনুশীলনরত ক্ষুদে নারী ফুটবলারদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা। এসময় প্রান্তিক পর্যায়ে নারী ফুটবলারদের সব ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়ারও আশ্বাস দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘অনন্য ইতিহাস গড়ে বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানিত করেছেন তাদের ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই আনন্দকে ভাগাভাগি করার জন্য আমরা সবাই মিলে কলসিন্দুর এসেছি। নারী ফুটবলারদের পথচলাকে আরও মসৃণ করার জন ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবো।’

এ আর্থিক পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা ফাতেমা জান্নাত, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সেলিমা খাতুন, অফিসার ইনচার্জ টিপু সুলতান, কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি শিল, কোচ মফিজ উদ্দিন, জুয়েল মিয়াসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image