
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় শরণার্থীশিবিরের একটি ভবনে ইসরাইলি বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়াও গুঁড়িয়ে যাওয়া ওই ভবনের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।
আল জাজিরা জানিয়েছে, রোববার (২২ অক্টোবর) রাতে জাবালিয়া শরণার্থীশিবিরের আল-শুহাদা এলাকার একটি ভবনে বিমান হামলা চালায় ইসরাইল। এদের মধ্যে নারী ও শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। হামলায় আশপাশের কয়েকটি ভবনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানায়, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে রোববার গাজায় সবচেয়ে বড় বোমা হামলা হয়েছে। ওই হামলায় মাত্র ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি জাবালিয়া শরণার্থীশিবির। প্রায় এক লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন।
ফিলিস্তিনের একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: