• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলঢাকায় শান্তি  কামনায় বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০৯ পিএম
জলঢাকায় শান্তি  কামনায়
বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃমশিয়ার রহমান , জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নতুন বছরকে বরণ করতে নীলফামারীর জলঢাকায়  মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ  হলরুমে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অঙ্গনে মিলিত হয়।

উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মোঃময়নুল ইসলাম  এর সভাপতিত্বে অনুুষ্ঠিত শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জিন্নাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএইচএম রেেজওয়ানুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,  জলঢাকা  থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  ফিরোজ কবির ,সাবেক কাসষ্টম কর্মকর্তা আব্দুস সালাম, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ফায়ার সার্ভিস, পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। অনেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে মঙ্গল শোভাযাত্রা উপভোগ করেন।প্রতিবছর পয়লা বৈশাখে জলঢাকা  উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা বের করে।

২০১৬ সালে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাকে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের মেলবন্ধন হিসেবে দেখা হয়ে থাকে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image