
নিউজ ডেস্ক : ২০০২ সালের ৮ জুন সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে নিহত হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবেকুন নাহার সানির বাবা হাবিবুর রহমান ভূঁইয়া গতকাল আনুমানিক সকাল ৮টায় ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী গভীর শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন হাবিবুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে আমরা হারিয়েছি একজন দেশপ্রেমী মানুষ। যিনি তার মেয়ের হত্যাকারীদের বিচারের পাশাপাশি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন এবং আমৃত্যু সেই আন্দোলন চালিয়ে গেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: