
নিউজ ডেস্ক : পদ্মাসেতুতে যানবাহন চলাচল শুরুর পর থেকে চলতি মাসের ৭ জুন পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকা টোল আদায় হয়েছে বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করেন। ঐ মাসের ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করার পর থেকে চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এর মধ্যে গত বছরের জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ টাকা টোল আদায় হয়েছে। গত এপ্রিল মাসে টোল আদায় হয়েছিল ৭১ কোটি ১৩ লাখ টাকা।
তিনি আরও বলেন, সরকার দেশের প্রথম বিআরটি ব্যবস্থা দ্রুত চালু করার জন্য কাজ করে যাচ্ছে। গত ৩১ মে পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৭৭ শতাংশ। আগামী অক্টোবর মাসের মধ্যে বিআরটি সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: