
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা চর রমিজ ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড থেকে তিন হাজার ছয়শত পিস ইয়াবাসহ শাহজাহান মাঝি (৪৮) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছেন রামগতি থানার পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার এলাকা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি একই এলাকার নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শাহজাহান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহজাহান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তার কাছে থাকা তিন হাজার ছয়শত পিস ইয়াবা উদ্ধার করে রামগতি থানা পুলিশ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, আটককৃত শাহজানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও বলেন, রামগতি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করি।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: