• ঢাকা
  • শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুর জেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১৩ পিএম
লক্ষ্মীপুর জেলায় জাতীয়
ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। সকালে সদর হাসপাতালে এই কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা সিভিল সার্জন ডা:আহাম্মদ কবির।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহীন আহমেদ, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: মো. ইসমাইল হোসেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির সাংবাদিকদের কে জানান, লক্ষ্মীপুর জেলায় ২ লাখ ৯৬ হাজার শিশুকে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে (৬-১১ মাস) ৩৩ হাজার ৬শত ৮৫ জন শিশুকে নীল রঙের  এবং ২ লাখ ৬২ হাজার ৯শত ৫১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

লক্ষ্মীপুর জেলার সদর পৌরসভাসহ জেলার ৫৮ টি ইউনিয়নের মোট ১হাজার ৪শত ৮০টি কেন্দ্রে, ২শত ২২জন স্বাস্থ্য সহকারী, ১শত ৮৪জন সুপারভাইজার, ২হাজার ৯শত ৬০জন সেচ্ছাসেবক এই ক্যাম্পেইনে থাকবে।

অন্য দিকে লক্ষ্মীপুর সদরের পৌরসভার ১৫টি ওয়ার্ডে ২টি ভ্রাম্যমান কেন্দ্রসহ মোট ৪৫টি কেন্দ্রে ভিটামিন- 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়। (৬-১১) মাসের ২৩০১ জন এবং (১২-৫৯) মাসের বয়সী শিশুদের লক্ষমাত্রা ১৫ হাজার ২ জন বলে জানিয়েছেন পৌর ইপিআই ইনচার্জ মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম সুমন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image