• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুর জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১৫ পিএম
লক্ষ্মীপুর জেলায়
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে পুস্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের বাগবাড়ি ৭১ এর গণহত্যার শহীদ সমাধিতে ফুল দিয়ে জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ ও লক্ষ্মীপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদ। পুস্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এরপর লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভা উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিম, অতিরিক্ত লক্ষ্মীপুর জেলা প্রশাসক মেহের নিগার, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানসহ প্রমুখ।

এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবি ছিদ্দিক, হাসান মোস্তফা স্বপন, লক্ষ্মীপুর সদর সার্কেল মো. সোহেল রানা, বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মো. আজিজুর রহমান ও লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image