• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ক্যারিয়ারে সেরা সঙ্গীতশিল্পী অরিজিৎ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ পিএম
ক্যারিয়ারে সেরা
সঙ্গীতশিল্পী অরিজিৎ 

বিনোদন ডেস্ক : অরিজিৎ সিং জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কয়েকটি প্রশংসার প্রাপক বাঙালি এই সঙ্গীতশিল্পী। মিডিয়ায় প্রায়ই আলোচনায় থাকেন কাজ, নম্র ব্যক্তিত্ব ও সরল জীবনযাপনের জন্য। কাজের সুবাদে ইন্ডাস্ট্রির বড় বড় তারকাদের সাথে উঠাবসা থাকলেও, তারকা সুলভ আচরণ তার মধ্যে কখনও দেখা যায় না।

শুরুটা ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ‘ফেম গুরুকুল’ দিয়ে হলেও তিনি জানতেন, এই রিয়েলিটি শো তার জীবন, পৃথিবী ও ক্যারিয়ারের শেষ শো নয়। তাই এতে ব্যর্থ হওটাকে তিনি জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে ভেবে নিয়েছিলেন।

তিনি স্বীকার করেন, ওই শো থেকে তিনি বেশ কিছু শিক্ষা পেয়েছেন। তার ভাষায়, 'আমি ওখানে শিখে গিয়েছিলাম স্ট্রাগল কী জিনিস। এটাও বুঝেছিলাম যে প্রেশার যত বেশিই হোক, মানুষ তাতে মরে যায় না। শুধু উতরে যেতে হয়।' 

এছাড়া অরিজিত সিং সংবাদমাধ্যমে আরও জানান, তার কাছে সারভাইভ করাটা জরুরি। জীবন চলার জন্য যতটুকু টাকা দরকার, ওটুকুই আমার প্রয়োজন। তিনি আরও বলেন, বেশি টাকা আমার কোনোদিনই চাই না।

অরিজিত সিং-এর কাজের শুরুটা হয় সংগীতশিল্পী প্রীতমের সাথে। সেখানে তিনি মিউজিক প্রডিউসার হিসেবে কাজ করতেন। সেইসাথে বাংলায় কিছু বিজ্ঞাপনেও গান করতেন। মাঝে বাংলা সিনেমা এগারোর ব্যাকগ্রাউন্ড মিউজিকও করেন। তারপর ‘আশিকী টু’ সিনেমায় 'কিউকি তুম হি হো'র গানের মাধ্যমে পৌঁছে যান কোটি শ্রোতার মননে। এরপর তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি!

জীবন সম্পর্কে এ শিল্পী ভারতীয় গণমাধ্যমে বলেন, 'আমার কোনো এক্সেপেক্টেশন নেই। আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেলেও মাটিতেই আমি থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image