• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের ভাষণ প্রেরণার উৎস : হুইপ ইকবালুর রহিম 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫৩ পিএম
নতুন প্রজন্মের কাছে
৭ই মার্চের ভাষণ প্রেরণার উৎস

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি : বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে ৭ই মার্চ এক অনন্য দিন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন নতুন প্রজন্মের কাছে এ ভাষণ প্রেরণার উৎস। তরুণ প্রজন্ম এ ভাষণের প্রেরণায় জাতির পিতার সোনার বাংলাকে বিশ্বের বুকে তুলে ধরবে। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে এ দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল প্রেরণা। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন এদেশের মাটিতে বাজাতে দেয়নি, তারা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। 

মঙ্গলবার ৭ই মার্চ উপলক্ষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই, দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুলতানা বুলবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু প্রমুখ।

এর আগে হুইপ ইকবালর রহিম এমপি ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image