• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত ১


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৩ এএম
নারায়ণগঞ্জ, ভবনে বিস্ফোরণ
আগু‌নের নেভানোর চেষ্টায় দমকল বা‌হিনী

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়ে ঢামেকে ভর্তি আছেন তিনজন।

নিহত ব্যক্তি আওলাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ নেওয়ার পর তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাকসুদ মিয়া গণমাধ‌্যম‌কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় আওলাদ নামে একজন মারা গেছেন। এছাড়া আহত তিনজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

শনিবার সকাল ৯টা ২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা আক্তার ঢাকা মেইলকে বলেন, সকাল ৯টা ২ মিনিটে নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। ভবনটির নিচতলায় ডালের গুদাম ছিল বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে একতলার ছাদ ধসে পড়ে।

ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাবধানে কাজ করছে দমকল বাহিনী।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image