মেডিকেল প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মোঃ সামসাদ আলী ওরফে গুল্লার (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ফেব্রুয়ারী)সকাল সাড়ে সাতটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোঃ আনোয়ার জানান, আজ ভোরে হাজতি সামসাদ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে আমি সহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় সে আর বেঁচে নেই।
তিনি আরও জানান,মৃত হাজতি সেকশান -১২, পল্লবী, মিরপুরের মো: শওকত আলীর ছেলে। তার হাজতি নং -৩৪৮৯/২৩। তবে কি মামলায় সে আটক ছিল তা জানাতে পারেনি কারারক্ষী আনোয়ার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে হাজতি সামসাদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকানিউজ২৪.কম / জেএসসি/সানি
আপনার মতামত লিখুন: