• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী ট্রাফিক দিবসের উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫০ পিএম
কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী
ট্রাফিক দিবসের উদ্বোধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ট্রাফিক আইন মেনে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই শ্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জে শুরু হলো এক সপ্তাহ ব্যাপী ট্রাফিক দিবস। ঢাকা জেলা দক্ষিন ট্রাফিক বিভাগকে আধুনিকায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ট্রাফিক দক্ষিন বিভাগ। তার ধারাবাহিকতায় রবিবার সকাল ১১টায় কেরানীগঞ্জের কদমতলী গোলচত্ত¡র ঢাকা জেলা দক্ষিন ট্রাফিক বিভাগ এর আয়োজনে জনসচেনতামুলক ট্রাফিক সপ্তাহ এর উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান(পিপিএম,বার)। 

এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার প্রায় একশত মটর সাইকেল চালককে ফ্রি হেলমেট প্রদান করেন।
ট্রাফিক সপ্তাহ উদ্বোধনে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার (অপরাধ অপস্ এন্ড ট্রাফিক) মোঃ আমীনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, ঢাকা জেলা দক্ষিন ট্রাফিক বিভাগ এর পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ জাকির হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান,কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জিন্নাত আলী মোল্লা, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মাহফুজার রহমান,ট্রাফিক ইন্সপেক্টর মোঃ রাসেল আরাফাতসহ ঢাকা জেলা দক্ষিন ট্রাফিক বিভাগের সকল অফিসার  ফোর্সগন ও কেরানীগঞ্জ সর্বস্তরের জনসাধারন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার বলেন, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। তিনি কেরানীগঞ্জবাসীকে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ প্রদান করেন এবং আইন অমান্যকারীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে বলেন।

ঢাকা জেলা ট্রাফিক দক্ষিন বিভাগ এর পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ জাকির হোসেন বলেন, ঢাকা জেলা ট্রাফিক দক্ষিন বিভাগ কেরানীগঞ্জের ট্রাফিক বিভাগকে আধুনিক ট্রাফিক ও স্মার্ট ট্রাফিক পুলিশিং গড়ার লক্ষে বদ্ধপরিকর।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image