
বাকেরগঞ্জ প্রতিনিধি, বরিশাল : সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত বরিশাল বরিশাল বিভাগীয় রোড মার্চ কিছুক্ষন আগে বরিাল থেকে পিরোজপুর অভিমুখে শুরু করেছে। রোড মার্চ আরম্ভ হওয়ার পরপরই বরিশালে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে গাড়ি বহর নিয়ে নেতা কর্মীরা পিরোজপুরের দিকে ছুটে চলছে।
শনিবার বরিশাল বেলস পার্ক ময়দান থেকে উদ্বোধনী সমাবেশের পর ৬০ কিলোমিটার দীর্ঘ পথে এ রোডমার্চ শুরু হয়।
রোডমার্চ শুরুর আগে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপি নেতা মুজিবুর রহমান সারোয়ার, হারুনুর রশিদ, বিলকিস জাহান শিরিন ও ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, নাজিমুদ্দিন আলম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রাশেদ ইকবাল খানসহ দলটির নেতাকর্মীরা।
রোডমার্চ শুরুর আগেই লোকারণ্য হয়ে যায় বেলস পার্ক ময়দান এলাকা। রোডমার্চে বিপুল নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেন। রোডমার্চ শুরুর পর পিরোজপুরের দিকে এগিয়ে যায়। বরিশাল থেকে পিরোজপুর যাওয়ার পথে ঝালকাঠিতে দুটি পথ সভা করার কথা রয়েছে।
রোডমার্চ শেষে পিরোজপুর শেয়ালকাঁটা ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানসহ পিরোজপুরের স্থানীয় নেতারা।
আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ, ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: