• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গৌরীপুরে দূর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:২১ পিএম
গৌরীপুরে দূর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা
মতবিনিময় সভা

গৌরীপুর প্রতিনিধি, ময়মনসিংহ: রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মের মাঝে সততা ও দূর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (১১এপ্রিল) এক মতবিনিময় সভা গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরীপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাঃ আবুল হোসাইন।

গৌরীপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। সভায় বক্তব্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ মোহসীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আজম জহিরুল ইসলাম, আঃ কদ্দুস, প্রভাষক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শিক্ষার্থী নাজলী আক্তার নিপু।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কাশেম, দূর্নীতি প্রতিরোধে কমিটির সহ-সভাপতি সাজেদা আক্তার, সদস্য নূপুর ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাঃ আবুল হোসাইন। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। সবশেষে তিনি সততা সংঘ পরিদর্শন করেন।

ঢাকানিউজ২৪.কম / শফিকুল ইসলাম মিন্টু/কেএন

আরো পড়ুন

banner image
banner image