আন্তর্জাতিক ডেস্ক : রমজানের শেষ দিনগুলো উপলক্ষে অর্থ দান করেন ইয়েমেনের বণিকরা। বুধবার জনপ্রতি প্রায় ১০ ডলার সমমূল্যের অর্থ নিতে সানার একটি স্কুলে ভিড় জমান শত শত মানুষ। ওই সময় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে।
ইয়েমেনের রাজধানী সানায় দানের অর্থ নিতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
ইয়েমেনে রমজানের শেষ দিনগুলো উপলক্ষে অর্থ দান করেন বণিকরা। বুধবার জনপ্রতি প্রায় ১০ ডলার সমমূল্যের অর্থ নিতে সানার একটি স্কুলে ভিড় জমান শত শত মানুষ। ওই সময় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবদেল-রহমান আহমেদ ও ইয়াহিয়া মোহসেন বার্তা সংস্থা এপিকে জানান, সমবেত লোকজনের হুড়াহুড়ি বন্ধে সশস্ত্র হুতিরা ফাঁকা গুলি ছোড়ে। গুলি দৃশ্যত বৈদ্যুতিক তারে লাগে, যাতে বিস্ফোরণ হয় এবং সহায়তার অপেক্ষায় থাকা লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মাসিরাহতে প্রকাশিত ফুটেজে দেখা যায়, মরদেহগুলো জড়াজড়ি করে রয়েছে।
এতে আরও দেখা যায়, বিস্ফোরণের শব্দে ছুটতে গিয়ে লোকজন একে অপরের ওপর উঠে যান।
রাজধানীর নিয়ন্ত্রণকারী হুতিদের প্রকাশিত ছবিতে দেখা যায়, ভুক্তভোগীদের রক্তের ছোপ, জুতা ও জামা মাঠে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তদন্তকারীদের ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা যায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: