• ঢাকা
  • শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিদেশিরা আমাদের পরিচালনা করতে চাইবে, এটি গ্রহণযোগ্য নয়: পরিকল্পনামন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৪৩ পিএম
বিদেশিরা আমাদের পরিচালনা করতে চাইবে, এটি গ্রহণযোগ্য নয়
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

নিউজ ডেস্ক : আমাদের কারো মাতব্বরি কোনো প্রয়োজন নেই বলেছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আমাদের পথ আমরা নিজেরাই ঠিক করবো। বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে, এটুকু ঠিক আছে। কিন্তু তারা আমাদের পরিচালনা করতে চাইবে, এটি গ্রহণযোগ্য নয়।

রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে ‘বিশ্ব যুব দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, এ মুহূর্তে আমাদের প্রধান কাজ উন্নয়ন। আমরা আমাদের কাজ করতে চাই। আমাদের সম্পদ নিরাপদ-নির্বিঘ্ন রাখার জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার।

তিনি আরও বলেন, পশ্চাৎমুখিতা থেকে বেরিয়ে এসে এখন আমাদের দক্ষতা বৃদ্ধির সময়। আমরা দীর্ঘদিন পিছিয়ে ছিলাম, তাই উন্নতির পথে আসতে দেরি হয়েছে। তবে এখন অভাবনীয় অর্জন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে।

এম এ মান্নান বলেন, সারাবিশ্ব এখন জিজ্ঞেস করে কীভাবে এটি সম্ভব হয়েছে। সবাইকে এ বার্তা দিতে হবে- ‘আমরা পারি, আমরা পেরেছি।

এ সময় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image