
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে সোমবার বিকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ বিএনপির সমাবেশস্থলে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আহত সাংবাদিকদের চিকিৎসার সুব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানান। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, কার্যকরী কমিটির সহসভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শাহীন ও মশিউর রহমান কাউসার, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক তিলক রায় টুলু প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: