• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চাটমোহর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা বিষয়ক মতবিনিময় 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১২ পিএম
চাটমোহর উপজেলাকে
শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা বিষয়ক মতবিনিময় 

হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ক শ্রেণীর ভূমিহীন-গৃহহীন পরিবার শতভাগ পুনর্বাসন উপলক্ষে উপজেলাকেভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করার নিমিত্তে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা।

সভায় বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান, ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি,ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান নুরু, ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ।  

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়,মুজিব বর্ষ উপলক্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্পে ২৭৬ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ দেওয়ার মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। ফলে এ উপজেলায় ‘ক’ শ্রেণির ভূমিহীন-গৃহহীন না থাকায় সভায় উপস্থিত বক্তারা চাটমোহর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার পক্ষে মতামত প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা সুলতানা চাটমোহরকে ভূমিহীন-গৃহহীন উপজেলা হিসেবে ঘোষনা করে বিষয়টি জেলা টাস্কফোর্স কমিটিতে পাঠানোর  সিদ্ধান্ত প্রদান করেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image