• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় ভ্যাটিকান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:১২ পিএম
তবে সব জানানো সম্ভব নয়
পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক:  রাশিয়া- ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের সমাপ্তি ঘটাতে ভ্যাটিকান একটি শান্তি রক্ষা মিশনে যুক্ত রয়েছে বলে জানিয়েছেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস বলেছেন। তিন দিনের হাঙ্গেরি সফর শেষে দেশে ফেরার পথে রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান।  

পোপ ফ্রান্সিস বলেন, শান্তি রক্ষা মিশনের জন্য যা করতে হবে সবই করতে চাই। এখনও একটি মিশন চলছে, তবে সব জানানো সম্ভব নয়। যখন সম্ভব হবে সবার সামনে তা প্রকাশ করা হবে।

পোপ বলেন, আমি মনে করি, শান্তি মিশন সবসময় মুক্ত আলোচনার মাধ্যমে হয়। আলোচনা বন্ধের মাধ্যমে কখনই শান্তি অর্জন সম্ভব নয়। এটা সহজও নয়।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং বুদাপেস্টের বিশপ মেট্রোপলিটন হিলারিয়ানের সাথে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বলেও পোপ যোগ করেন। তিনি জানান, তারা সবাই শান্তি রক্ষা মিশনে আগ্রহী।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image