• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৪ পিএম
গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে
জন্মাষ্টমী উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৬ সেপ্টেম্বর) বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখা ও শ্রী শ্রী গোবিন্দবাড়ি জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মন্দির চত্বরে আলোচনা সভা শেষে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল কর।

ধর্মীয় আলোচকের বক্তব্য দেন ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের ব্রহ্মচারী উত্তম মহারাজ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাবেক সহ-সভাপতি সত্যেন দাস, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মতিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সমীরণ সাহা, পরমবৈষ্ণব অবিরাম দাস অলক, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, সাদেকুৃর রহমান, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, গোবিন্দ বণিক প্রমুখ।  

এছাড়াও প্রসাদ ধারণ, শ্রীশ্রীকৃষ্ণের পূজা ও আবির্ভাব তিথি উৎসব ও দেশমাতৃকার মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image