
নিউজ ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল হিমালয় কন্যা নেপাল। রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প ছিল এটি। কাঁপুনি অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও।
মঙ্গলবার (৩ অক্টোবর) দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের অনেক এলাকায় শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
ন্যাশনাল সিসমোলজি সেন্টারের মতে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৬.২।
আকস্মিক ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ভূমিকম্পের আগমনের সময় ছিল দুপুর ২টা ৫৩ মিনিট।
উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে। পৃথিবীর পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 5 কিমি।
নেপালে প্রথম ভূমিকম্পটি দুপুর ২.২০ মিনিটে আঘাত হানে যার মাত্রা ছিল ৪.২।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: