
নিউজ ডেস্ক : গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা গণফোরামের যুগ্ম আহবায়ক এডভোকেট নাজমুল হক পিন্টুর ছেলে যুব গণফোরামের কেন্দ্রীয় নেতা রাব্বিউল হাসান রওনক গতকাল রাত ৯:৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজীউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৭ বছর।
এক শোক বার্তায় গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রাব্বিউল হাসান রওনকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন- দেশের এই সংকটময় মুহূর্তে রাব্বিউল হাসান রওনকের মতো দেশপ্রেমিক একজন লড়াকু সৈনিক যুব নেতা হারানো দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
এসময় নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: