নিউজ ডেস্ক: বেতন-বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকেরা। শনিবার বিকেল পৌনে চারটা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় দিকে অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখার সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।
পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, ৩১ মে উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকার ‘এমএস টেক্সটাইল কারখানার’ এক শ্রমিক নিখোঁজ হন। কারখানা কর্তৃপক্ষের কাছে নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধান চান শ্রমিকেরা। এ নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন এবং কারখানার কর্মকর্তাদের মারধর করেন। ওই ঘটনার জেরে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর আর চালু হয়নি। কারখানাটি বন্ধ থাকায় বেতন ও পবিত্র ঈদুল আজহার বোনাস পাননি শ্রমিকেরা।
বিকেলে বেতন-বোনাস ও কারখানা চালু করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ করা শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকেরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: