• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৪০ হাজার টন কয়লা নিয়ে আরও একটি জাহাজ ভিড়লো পায়রা বন্দরে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩০ এএম
পায়রা বন্দরে ৪০ হাজার টন
কয়লা নিয়ে আরও একটি জাহাজ 

নিউজ ডেস্ক : লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এম ভি ওসান ব্রেভ’ ৪০ হাজার ২২৫ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ইনার অ্যাঙ্করে নোঙ্গর করেছে।

শনিবার (২৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক উপ-পরিচালক আজিজুর রহমান। এর আগে একই দিন বিকেলে ওই জাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে এসে পৌঁছায়।

গত ১১ জুলাই ‘এমভি সাগরকান্তা’ নামে একটি বিদেশি জাহাজ ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে আসে। সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। গত ৯ জুলাই সন্ধ্যায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে আসে মার্শাল আয়ল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াই এম সামিট’।

উপ-পরিচালক আজিজুর রহমান জানান, ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে ছেড়ে আসে ‘এমভি ওসান ব্রেভ’ জাহাজটি। এরপর সিঙ্গাপুর বন্দর হয়ে শনিবার বিকেলে পায়রা বন্দরে এসে নোঙর করে জাহাজটি।

তিনি আরও বলেন, রোববার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে জাহাজটি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image