
মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউট কেরানীগঞ্জ শাখার ৫৬ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন হলরুমে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট এর সহকারী পরিচালক ও ঢাকা জেলার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল্লাহ আল তাকেক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক ও জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আবু বকর সিদ্দিক, উপজেলা স্কাউট কমিশনার ফরিদা ইয়াসমিন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার পলি রানী সরকারসহ প্রমুখ।
উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক ২০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গ্রুপ লিডাররা উপস্থিত ছিলেন।
প্রতি ৩ বছর পর পর কাউন্সিল এর মাধ্যমে নেতা নির্বাচিত করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: