• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিলেটে সব ভোটকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৯ পিএম
সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে
ভোটকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা

নিউজ ডেস্ক:  আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এদিকে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

এ ছাড়া বিশেষ করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিভ্রান্তি দূর করতে সিলেটে ব্যাপক প্রচারণা চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রচারণার মধ্যদিয়ে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে। 

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির বলেন, সিসিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট মোট ৪ হাজার ২০০ কর্মকর্তা ও কর্মচারীকে সিলেট ব্লু-বার্ড হাইস্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১২ জুন থেকে ১৭ জুন পর্যন্ত প্রশিক্ষণ চলবে। 

অন্যদিকে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য প্রচারণা চালানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ইভিএম এর যাবতীয় বিষয় সম্পর্কে জানানো হচ্ছে। ওয়ার্ডগুলোতে ১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ডেমো ভোটের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব সেন্টারে হাতে-কলমে দেখিয়ে দেওয়া হচ্ছে কীভাবে ইভিএম বাটনে টিপ দিতে হয়। 

সিলেট সিটি কর্পোরেশনে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

সিটি কর্পোরেশনের সাবেক ২৭টিসহ বর্তমান ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন ৬ জন। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০ টি যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭ টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫ টি।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image