• ঢাকা
  • সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পুলিশে এসপি ও ডিআইজি পদের বড় রদবদল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১৪ পিএম
বাংলাদেশ পুলিশ, বড় রদবদল

বাংলাদেশ পুলিশের বড় রদবদল হয়েছে দেশের ১৩ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে একই সঙ্গে সাতজন ডিআইজি পদেও রদবদল হয়েছে

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক কয়েকটি আদেশে এই রদবদল করা হয় এতে স্বাক্ষর করেছেন উপসচিব সিরাজাম মুনিরা

আদেশে নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায়, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, শরীয়তপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. শফিকুল ইসলামকে মাস ্যাপিড ট্রানজিটে মেট্রোরেলে বদলি করা হয়েছে

পৃথক আরেকটি আদেশে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায়, এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন- ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি টেরোরিজম ইউনিট, ঢাকার (পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত) পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং মাদারীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুরে বদলির আদেশপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলমকে শরীয়তপুর জেলায় বদলি করা হয়েছে

ছাড়া  আরেকটি প্রজ্ঞাপনে রংপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেনকে পুলিশ অধিদপ্তরে, এন্টি টেররিজম ইউনিট ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগরে, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি), ঢাকায় পুলিশের বিশেষ শাখার উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে ঢাকায় শিল্পাঞ্চল পুলিশে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার উপপুলিশ মহাপরিদর্শক এবং ঢাকা শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস ্যাপিড ট্রানজিট মেট্রোরেলে বদলি করা হয়েছে

ঢাকানিউজ২৪.কম / এস

আরো পড়ুন

banner image
banner image