
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত বিশেষ শিক্ষাবিদ্যালয় (প্রতিবন্ধী) পরিদর্শন করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-সচিব মোহাম্মদ নাজমুল আহসান৷
২৫ সেপ্টেম্বর বিকেলে সমাজসেবা অধিদপ্তরের উপ-সচিব মোহাম্মদ নাজমুল আহসান বিশেষ শিক্ষাবিদ্যালয়(প্রতিবন্ধী) পরিদর্শনে আসেন। এই সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ এবং দেওয়ানগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়কৃষ্ণ সরকার। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপ-সচিবকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন।
উপ-সচিব বিদ্যালয় পরিদর্শন কালে প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং বিদ্যালয়টির সার্বিক খোঁজ-খবর নেন।
এই স্কুলের ছাত্ররা ভারতে ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয়। স্কাউটে জাতীয় পর্যায়ে তিনবার চ্যাম্পিয়ন হয়। বিদ্যালয় এর পরিবেশ,লেখাপড়া ও খেলাধুলার মান দেখে উপ-সচিব সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়টিতে ৩০০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। আমার বিদ্যালয়টিতে সব রকম শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: