আবু তাহের বকুল
বিশ্ব মোড়ল,খুড়ছে খোড়ল,
ডুবছে নিজেই গর্তে,
অত্যাচারির বর্ম ক্ষেপন,
ধংশ দেখবো মর্তে।
শোষক শোষিত,ধনী নির্ধন
স্পষ্ট দুই অংশ,
পৃথিবীটারে ভাগ করেছে,
স্বার্থান্বেসী বংশ।
সাম্রাজ্যবাদী আগ্রাসন,
দুনিয়া করছে গ্রাস,
লুটতরাজ,হত্যাকান্ড
চালিয়ে যাচ্ছে ত্রাস।
ইচ্ছে মতোন,করছে হরণ,
দেশের স্বাধীনতা,
গণতন্ত্রের নামে বসায়,
তাবেদারদের ক্ষমতা।
সাত'শ কোটি বিশ্ব বাসী
জুলুমবাজের ক্ষপ্পরে,
ধুঁকে ধুঁকে মরছে, এবং
মারছে নিজের স্বপ্নরে।
ইরাক,আফগান,লিবিয়া,চাঁদ
আফ্রো-এশিয়ার দেশ,
স্বৈরশাসকের দমন পীড়নে
হয়েছে যে নিঃশেষ।
এবার যুদ্ধ ফিলিস্তিনে
স্বাধীকারের শেষ লড়াই,
দখলদার ইসরায়েলের
ধূলায় মিটাবো বড়াই।
দম্ভ ওদের গুড়িয়ে দিতে
প্রস্তুত দিকে দিকে,
সাম্রাজ্যবাদের কবর রচে
আলোকিত করো পৃথিবীকে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: