• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিরামপুরে জাতীয় যুব দিবস পালিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:১৮ পিএম
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ
জাতীয় যুব দিবস পালিত

রেজোওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এরই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুর বিরামপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১লা নভেম্বর (মঙ্গলবার) সারাদেশের সাথে একযোগে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় যুব দিবস -২০২২ পালিত হয়েছে। 

উক্ত জাতীয় যুব দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক, (তার অনুপস্থিতে প্রতিনিধি), বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খায়রুল আলম রাজু, উপজেলা চেয়ারম্যান,অধ্যক্ষ আক্কাস আলী বিরামপুর পৌর মেয়র, অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন পরিমল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন সরকার। উক্ত আরও উপস্থিত ছিলেন, মেজবাউল মন্ডল উপজেলা ভাইস চেয়ারম্যান,উম্মে কুলসুম বানু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা অর্ন্তরগত ৭টি ইউনিয়নের মধ্যে ইউনুস আলী কাটলা ইউপি চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান,রহমত আলী পলিপ্রয়োগপুর ইউপি চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন। 

উপজেলায় বিভিন্ন স্হানে যুব দল ও প্রশিক্ষণার্থী পুরুষ এবং মহিলা দল উপস্থিত ছিলেন। একই সাথে স্হানীয় সরকার পন্থী দলের নেতৃবৃন্দ সহ বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আকরাম হোসেন সহ সকল সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। 

উক্ত দিবসে যুবকেরা আগামী দিনের ভবিষ্যত তারাই একদিন গড়বে এই সোনার বাংলাদেশ। এই জন্যই তাদের সকলকেই হতে হবে প্রশিক্ষিত একজন দক্ষ মানুষ। তারা আরও বলেন, দেশ বর্তমানে উন্নয়নের পথে চলমান, এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে সুন্দর একটি দেশ গড়বে আজকের যুবদল। উক্ত যুব দিবসে প্রশিক্ষণ প্রাপ্ত যুব পুরুষ এবং মহিলা দলকে যুব সনদ পত্র বিতরণ, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের উদ্বোধন, সফল কর্মীদের মাঝে যুব-ঋণ বিতরণ করা হয়েছে। সকল সফল কর্মীর মাঝে ঋণ প্রদানে যুবকেরা প্রশিক্ষণের সফলতা বয়ে আনবে তবেই তো দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image