• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আরও ১২ অনলাইন গণমাধ্যম নিবন্ধনের অনুমতি পেল 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪০ পিএম
আরও ১২ অনলাইন গণমাধ্যম নিবন্ধনের অনুমতি পেল 
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আরও ১২টি অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের অনুমতি দিয়েছে। সোমবার (১৭ জুলাই) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নিবন্ধন পাওয়া গণমাধ্যমগুলো হলো- সময়ের কথা ২৪, অপরাধ চোখ ২৪ বিডি, আজকের আরবান, দিনের শেষে, ডেইলি ভোরের পাতা, দি নিউজ ই, অর্থসূচক, পিপলস নিউজ ২৪, অপরাজয়া ২৪, বর্তমান খবর, বাংলার জনপদ এবং দ্য রিপোর্ট।

জানা যায়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

গত ১৮ জুন নিবন্ধনের অনুমতি পায় আরও ৫টি দৈনিকের অনলাইন পোর্টাল।

অনুমতি পাওয়া দৈনিকের অনলাইন সংস্করণগুলো হলো- দ্যা সাউথ এশিয়ান টাইমস, দৈনিক গণমুক্তি, দৈনিক ভোরের বাংলা, দৈনিক মুন্সীগঞ্জের খবর এবং দৈনিক গ্রামের কাগজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পাঁচটি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেয়া হলো। সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেয়া সাপেক্ষে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
 
গত ২০২১ সালের ৯ নভেম্বর দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন নিউজ পোর্টালসহ ১৪টি চ্যানেলকে প্রাথমিকভাবে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার অনুমোদন দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
 
মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ‘অনলাইন নিউজ পোর্টাল’ চালাতে হলে টিভি কিংবা পত্রিকা, সবাইকেই অনুমোদন নিতে হবে। সেই নিয়মেই এই ১৪টি অনলাইন পোর্টালকে অনুমোদন দেয়া হয়।
 
অনুমোদন পাওয়া ১৪টি অনলাইন নিউজ পোর্টাল হলো

সময় নিউজ টিভি, চ্যানেল আই অনলাইন, আরটিভি নিউজ ২৪, চ্যানেল ২৪ বিডি, এনটিভিবিডি, দীপ্ত অনলাইন, নাগরিক টিভি, ডিবিসি নিউজ টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন টিভি, বৈশাখী টিভি, ইন্ডিপেনডেন্ট ২৪ টিভি, নিউজ ২৪ বিডি টিভি ও মাই টিভি বিডি।

নিবন্ধন শর্তে বলা হয়, অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা ও পরিপত্র বা নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিদ্যমান কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। এ আইনের কোনো ধারা যাতে লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। বাংলাদেশের বিদ্যমান সেন্সরশিপ যথাযথভাবে মেনে চলতে হবে বলে শর্তে বলা হয়।

আরও বলা হয়, সরকার থেকে প্রবর্তিত আইন বা বিধিবিধান অনুসরণ করে নিবন্ধনের জন্য কমিশন থেকে নির্ধারিত হারে নিবন্ধন ফি, বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image