
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের আনন্দ সাগর মোড় এলাকয় দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে আনন্দসাগর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লি এলাকার বাসিন্দা গুলজার হোসেনের ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-২৮৯৯) রবিবার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টা বোঝাই করে পার্কিং করে রেখেছিলেন। সোমবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বিপিএম বলেন, ভোরে একটি ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: