
নিউজ ডেস্ক: দ্বাদশ জাতী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। মঙ্গলবার গাজীপুরের শ্রীপুরের স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মহম্মদ আনিছুর রহমান এ কথা বলেন।
তিনি আরো বলে, ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কোনো এক তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সে ক্ষেত্রে ২০২৩ সালের নভেম্বর থেকে পরের বছর জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: