• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে ভারত বাংলাদেশ একত্রে কাজ করবে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২০ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২৬ এএম
ভারত বাংলাদেশ
ভারত বাংলাদেশ একত্রে কাজ করবে

নিউজ ডেস্ক: শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে ভারত। বাংলাদেশের উন্নয়নেও পাশে থাকবে বলে জানিয়েছেন জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ।

প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই যাত্রায় প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের পাশে আছে ভারত। আমাদের সম্মিলিত প্রচেষ্টা বাণিজ্য, কানেকটিভিটি, নিরাপত্তা ও উভয় দেশের মানুষের মেলবন্ধনকে আরও বিকশিত করছে।

আলোচনা সভায় প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সামনে নির্বাচন। নির্বাচন নিয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, নির্বাচন বিষয়ে সংবিধানের বাইরে কিছু হবে না। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি রশিদুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. মোজাফফর হোসেন, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, আবেদ খান, সংসদ সদস্য বেনজির আহমেদ, আরমা দত্ত, বাসন্তী চাকমা প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image