
নিউজ ডেস্ক : প্রধান নির্বাহী কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের চাওয়া অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালিত হবে বলে আশ্বাস দিয়েছেন ।
রোববার( ২৭ আগস্ট) দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন তিনি ।
সিইসি বলেন, আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে ইসি বদ্ধপরিকর । তবে এ বিষয়ে পোলিং এজেন্টদের ভূমিকা অনস্বীকার্য । ক্রেডিবল (দায়বদ্ধ) নির্বাচন করতে চায় ইসি ।
তিনি বলেন, ব্রিটিশ হাইকমিশনার আমাদেরকে সাংবাদিক নীতিমালা ও নির্বাচনকালীন সাংবাদিকদের মোটরসাইকেলে চলাচলের বিষয়ে জানতে চেয়েছেন । মোটরসাইকেল ছাড়া তাদের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড কাভার করা কষ্টসাধ্য হতে পারে । তাই এটা আন্ডাররিভিউ করছি, এটা পরিবর্তন করবো ।
সিইসি বলেন, তিনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে । তিনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় । আমরাও আমাদের তরফ থেকে তা জানাতে পেরেছি ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: