• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিঠামইনে অগ্নিকান্ডে এক শিশু নিহত ও ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫২ পিএম
মিঠামইনে এক শিশু নিহতসহ ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
অগ্নিকান্ড

বিজয় কর রতন,  মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পুরান বগাদিয়া গ্রামে ২৯ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৬:৩০ মিনিটে রান্না করা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডে ৪ টি ঘর সহ (৪) বছরের শাওন নামে একটি শিশু পুড়ে মারা যায়। শাওন গোপদিঘী পুরান বগাদিয়ার গ্রামের মামুন মিয়ার পুত্র।তার মায়ের নাম শিউলি আক্তার। আগুন লাগর বিষয়টি গোপদিঘী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

পরে সংবাদ পেয়ে মিঠামইন ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা কুদ্দুস মিয়া জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূএপাত ঘটে। ৪ টি ঘরসহ একটি ৪ বছরের শিশু মারা যায়। ক্ষয় ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে নিরুপন করা না গেলেও ক্ষতিগ্রস্থদের তথ্য অনুযায়ী নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ ২০ 

লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি আগুনের বিষয়টি অবগত রয়েছেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image