
ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সংগঠন সঙ্গীত "আরশির সামনে একা একা দাঁড়িয়ে"-এর সুরকার এবং যশোর জেলা সংসদের সাবেক সভাপতি সুকুমার দাস-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
এক শোকবার্তায় উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, সুকুমার দাস-এর প্রয়াণে সারাদেশে উদীচীর শিল্পী-কর্মীরা গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় উদীচীর নেতৃবৃন্দ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ৫ এপ্রিল যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর ৯ এপ্রিল খুলনায় তার হার্টে রিং পরানো হয়। এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আবারও জটিলতা দেখা দেয়ায় ১১ এপ্রিল পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি থাকতে হয় তাকে। তবে, ১২ এপ্রিল রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শোকবার্তায় সুকুমার দাস ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: