• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিরামপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:২৮ পিএম
বিরামপুরে
খাদ্য বান্ধব কর্মসূচীর উদ্বোধন

রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই শ্লোগানেই এগিয়ে যাচ্ছে দেশ। দিনাজপুরের বিরামপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর উপকার ভোগী প্রকৃত কার্ডধারীদের মাঝে চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার ২৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলার কোচগ্রাম গেন্ডা বাজারে ৪নং দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল এর সভাপতিত্বে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। 

৪নং দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন,জননেত্রী শেখ হাসিনার সরকার আমার ইউনিয়নে ১৪শ খাদ্যবান্ধব সুবিধা ভোগী কার্ডধারী আজ ১৫ টাকা কেজি সরকারী মূল্যে ৩০ কেজি চাল ক্রয় করেছেন। গরীব, নিম্ম আয়ের খাদ্যবান্ধব কার্ডধারীরা সরকারি মূল্য ১৫ টাকা কেজি চাল ক্রয় করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশসহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন। 

এমসয় চরকাই খাদ্য গুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান,ইউপি সদস্য আজগর আলী, ডিলার সহ ইউনিয়নের উপকার ভোগীসহ অত্র এলাকার স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image