• ঢাকা
  • শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আজ আরটিভিতে প্রচার হবে ভালোবাসার নাটক 'মোনালিসা'


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২০ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১৬ পিএম
আরটিভিতে
ভালোবাসার নাটক 'মোনালিসা'

জাকির হোসেন আজাদী:  ভিন্ন ধারার ভালবাসার গল্পের নাটক 'মোনালিসা'। মোনালিসা নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক। এছাড়াও রয়েছে মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার প্রমুখ।

মেহরাব জাহিদের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ ফারুক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকের গল্পে দেখা যায় গল্পের নায়ক রতন অমর চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি মোনালিসাকে সব সময় লালন করে। 

রতনের সেই লালন করা ছবি মোনালিসার মত একটি মেয়েকে সে বাস্তবেই পেয়ে যায়। রতন এতিমখানার এক আসহায় ছেলে। আর মোনালিসা মফস্বলের একটা টেইলার্সে কাজ করে। 

নদী পথে নৌকা পার হবার সময় রতন এর সাথে মোনালিসার দেখা হয়। এভাবে ওদের মাঝে ভাল লাগা তৈরি হয়। একটা সময় রতন মোনালিসাকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। 

নাটকের গল্পটি এভাবেই এগিয়ে যায়। নাটকটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব ফিল্ম ইন্টারন্যাশনাল। ২০ আগষ্ট (শনি বার) রাত ৮ টায় আর টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image