• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলঢাকায় নারী ও শিশু  নির্যাতন প্রতিরোধে সমাবেশ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৭ পিএম
জলঢাকায়
নারী ও শিশু  নির্যাতন প্রতিরোধে সমাবেশ 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বাল্য বিবাহ, নারী ও শিশু  নির্যাতন এবং মানব পাচার প্রতিরোধ কার্যক্রমের আওতায় স্থানীয় জনগনের অংমগ্রহনে সমাবেশ অনুষ্ঠিত। 

বুধবার ৬ ডিসেম্বর উপজেলার ধর্মপাল ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্দ্যোগে  সেলপ, ব্র্যাক সহ ইউএস এস ও প্লান ইন্টারন্যাশনালের যৌথ  সহযোগিতায় বাল্য বিবাহ,নারী ও শিশু  নির্যাতন  এবং মানব পাচার প্রতিরেধ কার্যক্রমের আওতায় স্থানীয় জনগনের অংশ গ্রহনে সমাবেশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  পুরবী রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক আবু তাহের,মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক মানিক, খেরকেটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান, মীরগঞ্জ পুলিশের তদন্ত  কেন্দ্রের ইনচার্জ তপন কুমার রায়,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, ইউপি সদস্য  নরেশ চন্দ্র, ইউনিয়ন বিবাহের কাজী মনসুর আলী, ব্র্যাক সেল্প এর অফিসার লুৎফর রহমান, ইউএস এস এর ফিল্ড কোর্ডিনেটর আব্দুর রহিম, ইউএস এস এম এন্ড ই কোর্ডিনেটর জিয়াউর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন অভিভাবকদের সচেতনতা ছাড়া বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়। তাই ছেলে মেয়ের বয়স ২১/১৮ না হওয়া পর্যন্ত বিয়ে  না দেয়ার আহবান জানান।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image