• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলঢাকায় শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১২ পিএম
জলঢাকায়
শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মশিয়ার রহমান, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ত্রৈ-মাসিক মতববিনিময় সভা করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড। বুধবার (৬ডিসেম্বর) সকালে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকল সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিয়ে রোধ ও শিশুদের সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সভা সেমিনার সহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনও”র সহযোগিতা কামনা করে শিশু কল্যাণ বোর্ডের সদস্যরা।

উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এইচ এম রেজওয়ানুল কবির, শিশু কল্যাণ বোর্ডের সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজসেবক কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, উদয়াঙ্কুর সংস্থা ইউএসএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর জামিল, এমএন্ডই কো অর্ডিনেটর জিয়াউর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রহিম ও আমিনুর রহমান মাষ্টার প্রমুখ। বাল্যবিয়ে রোধ ও শিশু সুরক্ষায় গতিশীল হওয়ার প্রস্তাব করেন শিশু বোর্ডের সদস্যরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image