• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলঢাকায় নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ালেন ২ স্বতন্ত্র প্রার্থী 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৫ পিএম
জলঢাকায় নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ালেন ২ স্বতন্ত্র প্রার্থী 
নির্বাচন কমিশন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় উপজেলা আ'লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা'র সহধর্মিণী ডামি প্রার্থী মার্জিয়া সুলতানা (ঈগল পাখি) কে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ালেন ২ জন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম (তার প্রতীক ছিল মোড়া), ও মীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা হুমায়ুন কবির হুকুম আলী (তার প্রতীক ছিল ট্রাক)। 

নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে নৌকা প্রত্যাশী ছিলেন তারা। নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করে ছিলেন। 

এ আসনটি থেকে অধ্যাপক গোলাম মোস্তফাকে দেওয়া দলীয় মনোনয়ন (নৌকা) প্রত্যাহার করে নিয়ে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় শুক্রবার (২২ ডিসেম্বর) সমঝোতার ভিত্তিতে সমর্থন জানিয়ে তারা নিজ প্রতীকের নির্বাচনী প্রচারণা থেকে সরে গিয়ে ডামি প্রার্থী মার্জিয়া সুলতানা (ঈগল পাখি) পক্ষে ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন ওই ২প্রার্থী। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image