• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গোপালগঞ্জে ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪৪ পিএম
৭০০ কেজি ধান লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন
গোপালগঞ্জে ধানের বাম্পার ফলন

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। বোরো মৌসুমে ধানের জেলা গোপালগঞ্জে ৪ হাজার ৮৭৩ মেট্রিক টন ৭০০ কেজি ধান লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদিত হয়েছে। 

সরকার মৌসুমের শুরুতে বিনামূল্যে কৃষি প্রণোদনার ধান বীজ, সার বিতরণ করে। তারপর জেলায় রেকর্ড পরিমাণ জমিতে কৃষক হাইব্রিড ধানের আবাদ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রশিক্ষণ ও পারামর্শ প্রদান করে। এছাড়া কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের ধান উৎপাদন বৃদ্ধিতে উদ্বুদ্ধ করেছেন। কৃষক উদ্বুদ্ধ হয়ে ৬৮৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ বৃদ্ধি করেন। এসব কারণে গোপালগঞ্জের কৃষকরা ৪ হাজার ৮৭৩ মেট্রিক টন ৭০০ কেজি ধান লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছেন।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলায় ২০ হাজার ৯২৮ হেক্টরে ১ লাখ ৫৩ হাজার ৫০৬ মেট্রিক টন ৯০০ কেজি ধান, মুকসুদপুরে ১৩ হাজার ২৯১ হেক্টরে ৯১ হাজার ৩০৬ মেট্রিক টন ১৭০ কেজি ধান, কাশিয়ানীতে ১১ হাজার ৭২৫ হেক্টরে ৮৩ হাজার ১৮৮ মেট্রিক টন ৮৮০ কেজি ধান, কোটালীপাড়ায় ২৬ হাজার ৪২০ হেক্টরে ১ লাখ ৯৬ হাজার ৫৬৪ মেট্রিক টন ৮০০ কেজি ধান ও টুঙ্গিপাড়ায় ৮ হাজার ৮৬৫ হেক্টরে ৬৫ হাজার ২৯০ মেট্রিক টন ৭৩০ কেজি ধান উৎপাদিত হয়েছে। চলতি বোরো মৌসুমে গোপালগঞ্জ জেলায় প্রায় ৬২ হাজার হেক্টরে হাইব্রিড ধানের আবাদ হয়েছে। এ কারণে ধানের ফলন প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ীর  উপ-পরিচালক আ: কাদের সরদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমিও ফেলে না রেখে আবাদের আওতায় এনে ফসল উৎপাদন বৃদ্ধির আহবান জানান। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আহবানে সাড়া দিয়ে ধানের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করি। 

টুঙ্গিপাড়ার গিমাডাঙা গ্রামের কৃষক সিহাব উদ্দীন মুন্সি বলেন, ধান চাষে উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের উৎসাহিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিনামূল্যে প্রণোদনার বীজ সার দিয়েছে। আমাদের নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্বুদ্ধ করণ সভা করেছে। ধান চাষে কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা সব ধরণের সহযোগিতা করেছেন। তাই এত ফসল ফলানো সম্ভব হয়েছে। ফসল ফলিয়ে আমাদের লাভ হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাই।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image